দয়াময় তুমি মিয়ানমারে
একবার ফিরে চাও
জালিমের থেকে মজলুমের
চিরতরে মুক্তি দাও।
কত আর সইবে লুট তরাজ
জুলুম নির্যাতন?
আর কত বইবে রক্তের বন্যা
হারাবে আপন জন?
নৃশংস গনহত্যা চলছে সেথায়
জলছে আরাকান,
গৃহ ছেরেছে কত সহস্র
বাঁচাতে আপন প্রান।
সদ্য নবজাত পায়না রেহাই
ধর্ষিত শিশু, নারী
অন্ধ, বধির নওতো তুমি, দেখিতেছ সব
শুনিতেছ করুন আহাজারি।
অসিম দয়ার আধার তুমি
করুনার ভান্ডার,
আজ কি করিয়া সহিতেছ এতো
নিদারুন অত্যাচার।
অশ্রূর স্রোতে ভাসে রোহিঙ্গা
নরক আগুনে পুরে
মৃত্যুপুরি রাখাইনে আজ
মানবতা কেঁদে মরে।
জানতাম ভবে কেউ নেই যার,
তুমি আছ প্রভু তার
ওরাও তো মানুষ, নাহিকি ওদের
বাঁচিবার অধিকার?
রাজা বাদশারা সকলেই আজ
নির্বাক দর্শক, স্রোতা
অসহায়ের পানে তুমি ছাড়া আর
কেউ নেই বুঝি কোথা।
হাজার প্রানের আর্তনাদ
আজ শুনছেনা কেহ,
মস্তক হিন নিষ্পাপ শিশু,
আরো পোরা মরদেহ।
নাহি খাদ্য নাহি বাস স্থান
সব পুরে ছার খার।
বিশ্বের বুকে ঠাই নেই আজ
মাথা গুজে দারাবার।
এক মুহুর্ত নাই সেখানে
জান, মানের নিশ্চয়তা
ধরার বুকে আজ শীর্ষে উঠেছে
মিয়ানমারের পৈশাচিকতা।
মুসলমানের পদতলে নেই মাটি,
তারা ভাসছে নাফের জলে
মুছে দাও জালিমের নাম নিশনা,
পিশে ফেল ধরাতলে।
ওরা নিষ্ঠুর ওরা নর পশু,
রক্ত পিপাসু জাতি
এসো সবে মিলে মোকাবেলা করি
ফুলায়ে বুকের ছাতি।