আজো মনে পড়ে নৌকাতে
চড়ে যাইতাম নানা বাড়ি
মা'র গলা ধরে, নদী থৈথৈ করে
কতশত গ্রাম ছাড়ি
মাঝি ধরে হাল,মুখে পান একগাল
গলা ছেড়ে গান গায়
মুক্ত আকাশে স্নিগ্ধ বাতাসে
তালে তালে দাঁড় বায়
সকাল হইতে সন্ধ্যা অবধি
দেখি কত হাট ঘাট
পাল তোলা নায় ঢেউ খেলে যায়
দূরে সবুজের মাঠ
সুদূরের পথে খাবার থলে সাথে
সেকি আনন্দ ময়
নায়ে সবে খাই নদে হাত ধুই
অসত্য কিছু নয়।
কত বজ্র তুফান আঘাত হেনেছে
দুরুদুরু এই বুকে
ডালি চেপে ধরে মুখে আল্লাহর নাম
এদিকে ওদিকে ঝুঁকে
ক্লান্তি দুরিতে নদীর চরে হেঁটে
করেছি আনন্দ হাঁসি
মনে পড়ে যদি সেইক্ষণ গুলো
স্মৃতির সাগরে ভাসি।
দেখেছি কত মাছ ধরা জেলে
কুড়িয়েছি ছৈলা ফুল
কত যে কঠিন সামলে রাখা
এলো হাওয়ায় এলো চুল।