আমি বেলাভূমিতে বাসা বেঁধেছি...
কোথায় তুমি মত্‌স্যকন্যা?
কোনো এক জ্যোত্‌স্নাপ্লাবিত পূর্ণিমার পূর্ণ নিশিতে
যখন ভরা কোটালের তীব্র উন্মত্ততা
বিদ্রোহ করেছিল প্রস্তরময় তটভূমিতে,
প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম আমি...
ঠিক তখনই হয়েছিল তোমার-আমার প্রথম সাক্ষাত্‌৷
দেখেছিলাম চাঁদের আলো মাখা চিক্কণ গোলাপী রূপ৷
হারাতে চেয়েছিলাম আমি তোমার সাথেই,
কোনো চোরাবালির আবর্তে৷
নিলে না সাথে, চলে গেলে তুমি;
রেখে গেলে ফিরে আসার প্রতিশ্রুতি৷


দিগন্তের অস্পষ্ট সীমারেখায়, সূর্যোদয়ের সাথে সাথে...
প্রভাতি সমুদ্রের গোলাপী আভায় তোমাকে খুঁজে চলি;
পড়ন্ত বিকেলে ভাঁটার সমুদ্রশোষণে, যখন নগ্ন বালুকাভূমি_
অন্ধকারকে স্বাগত জানায় রক্তিম মেঘ;
তখনও থাকি তোমার প্রতীক্ষায়৷


উদাসী সমুদ্র আজও ঢেউ তোলে...
আজও আসে জোয়ার...
ঝাউবনের সান্ধ্য হাওয়ায় আজও শিরশিরিয়ে ওঠে মন,
শুধু তুমিই আসো না...
মত্স্যকন্যা!তুমিই শুধু আসো না৷৷