ধূসর বৃষ্টিপ্রান্তরে কে তুমি মেঘবালিকা?
ভিজিছ একেলা অজস্র বারিধারা মাঝে৷
রিমঝিম বৃষ্টিতে রুমঝুম নুপূরধ্বনি.....
উদ্বেলিত হিয়া তোমার তেরছা তেরছা নাচনে৷


বাতায়ন পাশে আজ আমিও একাকী মুগ্ধ.....
তোমার নৃত্যের তালে তালে হিল্লোলিত মন,
অন্তরে জমে থাকা তুমিময় প্লাবন...
দিগন্ত থেমে যায় তোমার অতর্কিতে৷


ও মেয়ে! তুমি কি আজও ভেজাবে না আমায়
তোমারই বর্ষণে??