একটা সময় নিঃসঙ্গতা কাটাতে
সঙ্গ পাবার আগ্রহ ছিলো
আজকাল আর ইচ্ছে করেনা,
কারো প্রতি অভিযোগ- অভিমান নেই
এমনকি নিজেকে দোষারোপ করে
কিংবা নিয়তির ওপর দায় চাপিয়ে
মুক্ত হবার আকাঙ্খাও নেই।


একা থাকতে হচ্ছে, একা থাকতে হবে।


যখন মানুষ সবকিছু ছেড়ে
শামুকের খোলসের মতো
নিজেকে অনেকটা গুটিয়ে নেয়
তখন কারো প্রতি মনঃক্ষুণ্ন হওয়া অবান্তর।
সময়কে সৃষ্টি করা যায় না বলেই
মানুষ চিরকাল কোন না কোন ভাবে
পরাজিত থেকে যায়- সুপ্ত অপূর্ণতায়।
সময়ের সাথে তাল মিলিয়ে স্বার্থপরতা করিনি বলেই
একে একে ভালোলাগার মানুষগুলো ছেড়ে গেছে।
কেউ কারো জন্য আজিবন অপেক্ষমাণ থাকে না
যে যার উদ্দেশ্যে ছুটে চলে-।
শৈশব অবধি কর্মজীবন পর্যন্ত
কেউ নিঃস্ব হৃদয়ের সমব্যথী নয়।
প্রয়োজনে কেবল চেনামুখ গুলোও ভীর করে
অযাচিত ভাবে আর কোলাহলে উপস্থিত হইনা।


একা থাকতে ইচ্ছে করে- প্রচন্ড একা।


ভীরের মাঝে দাঁড়িয়ে নিরাপদ বোধ করিনা
একাকী থাকার মধ্যেই শুন্যতা ঘোচাতে চাই;
ব্যর্থরা একাকিত্বের মাঝেই সুখ খুঁজে নিতে চায়।