আজ পাশে দাঁড়াবার কেউ নেই।
প্রেমিকা বা স্ত্রী
পরিবার-পরিজন
সবার থেকে আলাদা
এমনটাই হবার ছিলো-।


নিয়তির চলার পথ
কেউ রুদ্ধ করতে পারেনা।


একা থাকার কষ্ট বিষিয়ে তুলছে না, অনেক আগে থেকেই
শুন্যতা বা একাকিত্ব
আত্মার নির্যাস মিশ্রিত;
প্রেমে পড়া মানেই
যন্ত্রণা-আঘাত-ব্যথা পাবার
এক বক্ষ সহনশীলতা তৈরী করে রেখেছি-।
এখন আর আমাকে না পাওয়ার চাহিদা গুলো
পাবার আগ্রহ হয়ে
আকৃষ্ট করে না।  
তবুও মনে হচ্ছে কাউকে পাশে পাওয়া উচিত ছিলো;
অন্তত কেউ আমাকে বুঝবে আমার মতো করে-
সেগুলো আমার স্বার্থপরতা।


সবাই স্বতন্ত্র ইচ্ছে নিয়ে জন্মায়
কিন্তু সেসব ইচ্ছে আমার থাকতে নেই।
দুঃখকে না মানলেও সাথে নিয়ে চলার জীবনে
অভিমান-অভিযোগ মানানসই নয়।
শীতের রাত্রিতে জানালার পাশে
দাঁড়িয়ে একা একা কথা বলি
কত কি ফেলে এসেছি-
কত পাওয়া না পওয়ার হিসেব
কত মানুষের মুখগুলো
বন্ধু-শত্রুর সব ভেদাভেদ এক করে নিজের ব্যর্থতার দায় কাঁধে
আমার পৃথিবী দেখছি
অন্ধকারের ভেতরে-।
একা থাকি। একা চলি আজকাল। একাই সুখ।
কোন উচ্ছ্বাস-উন্মাদনা নেই
নেই কোন কারো মায়াবী চেহারা দেখার নেশা !
সব কিছু ফেলে আরও একা হতে চাই; যে একা থাকাতে নিজের কোন কষ্ট হবেনা,
একাকিত্বকে সঙ্গী করে
পুরনো স্মৃতিগুলোকে আর
কখনোই খুঁজবো না।


আজ পাশে দাঁড়াবার কেউ নেই
বিপদে পড়লে সকলে এড়িয়ে যায় বিভিন্ন বাহানায়।
একাকী জন্মেছি বলেই হয়তো
সম্পর্কের জটগুলো সবি কেবল প্রয়োজন ও সময়ের জন্যই-।