কবিরা নারীর রূপের প্রেমে পড়ে; বোধহয় একমাত্র আমি পড়িনা,
রূপ তো সৃষ্টিকর্তার পরীক্ষা বা অনুগ্রহ।
তিনি চাইলেই যেকোন সময় তা পরিবর্তন করে দিতে পারেন।
রূপ মানুষের চিরকাল থাকবে না। যোগ্যতা, ব্যক্তিত্বের অহংহার
কিছুই কাজে আসবে না একসময়।
আমি পরিপাটি, পরিচ্ছন্ন, সুন্দর ব্যবহার করা মানুষগুলোকে বেশ
পছন্দ করি-।
আমি রূপের প্রেমে পড়িনা ! অবয়ব কিংবা আকৃতির প্রেমেও না !
যে রূপ নারীর নিজের সৃষ্টি নয়; তার চেয়ে সৃষ্টিকর্তার প্রেমই প্রাধান্য।
আমি প্রেমে পড়ি- যে নারী নিজেকে নারী হিসেবে উপলব্ধি করেছে !