পুরনো কবিদের মতো মিথ্যে তোমায় বলবো না
করবো না আকাশের চাঁদ হাতে এনে দেওয়ার ছলনা।
অহেতুক দিবোনা সাত সমুদ্র তের'শ নদী পাড়ি
আমাজন থেকে বিরল প্রজাতির ফুল এনে দিবোনা তোমারি,
সরল ভাষায় বলে দেবো অপারগতা- যা পারবো না
তবুও ভুলভাল গোঁজামিলে মনতুষ্টি করবো না।
অবান্তর রূপের প্রশংসা করবো না তোমার
মানসিকতা দেখাবো না নিজে সাধু সাজার।
বলবো না, তুমি অনিন্দ্য হুরপরী !
বলতে পারি- সুনয়না, রূপবতী, মায়াবতী
হতে পারে নিজেকে উজাড় করে আবেগের আহাজারী
কখনো রাত্রি অতিক্রান্ত হবে দেখে তব মায়াভরা চাহনির প্রতি।


চাইলে যা সাধ্য নেই
অসাধ্য সাধন করবো না কখনোই,
ছুটে আসো বা না আসো- প্রলোভন দেখাবো না
অপবিত্র রোমান্টিকতায় ভাসতে চাই না।
অভিনয়ে নয়, চিরকালের প্রেমিক হবো পবিত্র
প্রয়োজনের জন্য বিনষ্ট না হয় যেন চরিত্র।
প্রেমিক হবো- দায়িত্ববোধের, পরিচর্যার
হতে চাই না- সীমাহীন অশ্লীলতার।


চাইলে রং-বেরঙের শাড়ী, ব্রান্ডের প্রসাধনী
হতে চাইলে বিলাসী রাজরাণী !  


সুখে থাকার জন্য অতিমাত্রার বিলাসিতা মূখ্য নয়
প্রকৃত আনন্দ আসে- অল্পে তুষ্ট এবং ভালোবাসার প্রেরণায়।