অতীতের স্মৃতিতে পরিভ্রমণ করে বারংবার
বেদনায় নিমজ্জিত হই; শুন্যতার।
তোমাকে শুধুমাত্র প্রয়োজনের জন্য কাছে ডাকিনি
পরিচর্যার জন্যই কেবল চেয়েছিলাম মায়াবিনী।
দীর্ঘকালের সম্পর্কও ভেঙে যায়
সামান্য ভুল বোঝাবুঝিতে
অভিমানের আঘাতে
ভালোবাসা পরিণত হয় ঘৃণায়।
অতিমাত্রার আবেগ হয়ে পড়ে মূল্যহীন; যাতনার
কেঁদে বুক ভাসালেও ফেরানো যায় না
ভুল শোধরানো আর অনুশোচনা
অবশেষে অবান্তর।
হৃৎপিণ্ড ছিঁড়ে চারাগাছ গুলো
করে দেয় এলোমেলো,
পুরনো কৃতজ্ঞতা স্বীকার করেনা
ভুলিয়ে দেয় সমস্ত ফেলে আসার লেনদেন; সে হৃদয় আকুতি মানেনা।


সুন্দরীদের হৃদয় ভাসমান
ক্ষণিকে রূপান্তর ঘটে হতে পারে ফ্রিগেড জলযান।