বিচ্ছেদ মানে তো- আবারো কারো হাত ধরবে
আবারো কারো বক্ষে স্বপ্ন জাগাবে !
নদীর মতোই ছুটে চলার জীবন
এপার-ওপার ভাঙন,
ভাঙা আত্মার অভিশাপে
ঠাঁই হবেনা প্রশান্তির পরিমাপে।
এ হৃদয় ছেড়ে যাও
একের পর এক নতুনত্ব হাতড়াও
অবশেষে মিলবে শুধুই দীর্ঘশ্বাস
নিরুপায় প্রেম ছাড়া সকলি হতাশ।
বিচ্ছেদ হয়, বিচ্ছেদ হবে
কারণে-অকারণে একে-অপরের দোষচর্চা রবে
মাঝখান থেকে একটি সম্পর্ক ভাঙবে
বিচ্ছেদের দোহাই দিয়ে
সাময়িক আনন্দ নিয়ে
জীবনের তৃপ্তিটা চিরকালের তরে হারাবে।