সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড সবাই হতে চায়-
নানান প্রলোভন, বিভিন্ন বাক্য বিনিময়, স্মার্টনেস, মাদক প্রবণতা,
অশ্লীল আদান-প্রদান ও হাস্যরস আলাপ করে
সুন্দরীদের সরলতার সুযোগে কিস্তিমাত করে।
অথচ আমি বন্ধু হয়ে থাকতে চাই;
যেখানে নিঃসঙ্কোচে অন্তরের কথা গুলো শেয়ার করা যায়।
নারী যতই সৌন্দর্যবান হোক, হৃদয়ের সৌন্দর্য না থাকলে তার মূল্য নেই।
শুধুমাত্র দৈহিকতার টানে ভালোবাসা জন্মে না।
একে-অপরে
অনুভূতি, আবেগ, অভিমান, অনুযোগ, অনুতাপ বুঝতে না পারলে
শুধুমাত্র আর্থিক অবলম্বন দিয়ে প্রকৃত ভালোবাসা গড়ে ওঠে না।
নারীর ভেতরের অবস্থা সর্বক্ষণ পরিবর্তনশীল;
সেটা বোঝা চিরকাল অসম্ভব।
তবে নিঃসঙ্গতা যখন তাকে ঘিরে ধরে,
তার বহিঃপ্রকাশে সহমর্মিতা জানাতে হয়।
মানুষ একটা সময় ভেতরে ভেতরে অনেক একা হয়ে পড়ে।
কবিরা একাকিত্বের যন্ত্রণা বোঝে, আমিও বুঝি !
সুন্দরী মেয়েদের জীবনে অনটন থাকে না।
কোন না কোন পুরুষ নানা প্রকার বাহানায়
তাদের উপকারে আসে সুযোগ সন্ধানের আকাঙ্খায়-।
কবিরা ভেতর থেকে সুন্দরী নারীকে উপলব্ধি করে-
সৌন্দর্য শুধু গায়ের রঙে নয়; সৌন্দর্য হৃদয়েরও থাকা উচিত।


চিরকাল সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড এর অভাব হবেনা।
অভাব থেকে যায় একজন পরিপূর্ণ বন্ধুর,
আমি বন্ধু হয়ে থাকতে চাই।
বৈবাহিক সূত্রে লাভ করলেই
ভালোবাসা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় না।
আমি বন্ধু হয়ে থাকতে চাই
যখনও কেউ খুঁজবে না আর।


ভালোবাসা ছিন্ন হয়ে যায়
প্রকৃত বন্ধুত্ব ছিন্ন হয়না।