অভিমান ভেঙে
ভালোবাসা পাবার ইচ্ছে ছিলো-
দূরত্বই কেবল মানুষকে চেনায়;
মর্ম বুঝতে শেখায়।


হয়তো আমার দূরত্বে
শুন্যতা অনুভব করোনি,
কামনার আবেগে
স্মৃতি স্পর্শ হয়নি।


ব্যস্ততার অজুহাত আর অভিযোগে
নিজে থেকেই সরে এসেছি-
অদেখায় বদলে গেছো
সৃষ্টি করেছো অবিশ্বাসের ক্ষত !


স্ব-প্রতিভ সুন্দর ছিলে
রূপের মোহে মায়াজালে,
আজ আমার একাকিত্বই সুন্দর
নিশ্চিত নীরবতায় এ হারানো অন্তর।


শুন্যতার মাঝে পূর্ণতা খুঁজতে গিয়ে
নিয়তির নিয়মকে দোষ দিয়েছো,
অথচ আমাকে অপেক্ষায় রেখে
প্রতীক্ষায় থাকতে পারোনি।


সুখের সংসার পেয়েছো,
তারপরও কি সব স্মৃতি ভুলে গেছো?
যার মাঝেই বিলীন হতে
তার মাঝেই মিলতো দেহের সুখ-অনুভূতিতে।


জানি, আজকাল সবকিছু থেকেও অর্থহীন
কারণে-অকারণে মন খারাপ হয় তোমার,
বিবেকের কাছে অতীত স্মৃতিবিহীন
হয়নি তব নিজের কাছে নিজে ক্ষমা পাওয়ার।


আমাকে কষ্ট দেবার তৃপ্তিগুলো হয়তো
বিষন্নতার প্রভাব ফেলেছে,
আজ আমার বসবাস নেই
তব অন্তকরণ জুড়েই-।


সময় ও পরিস্থিতি
কাউকে আঘাত করেনা,
অতীতের স্বেচ্ছাচারীতা
তোমাকে আরও নিঃস্ব করে দিবে একদিন।


অভিমানের দূরত্ব
চিরতরে দীর্ঘ হয়ে গেলো-
একটি সিদ্ধান্ত !  
আমার প্রতি ক্ষোভ ও ঘৃণা ভরা একটি পদক্ষেপ।