যে বিশ্বাসঘাতকতা করে
তাকে পূণরায় বিশ্বাস করতে যাওয়া
সবচেয়ে ঘৃণিত বোকামি।
অতীতের স্মৃতি-কাতরতার কষ্ট নিয়ে
একা বেঁচে থাকবার জেদ
জীবনে হতাশা বাড়ায় শুধু।
কেউ জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেলেও
পূণরায় গড়ার মানুষ
হঠাৎ মিলে যেতে পারে।


সম্পর্কের শেষ বলে কিছু নেই।


একজন বেইমানি করলে;
সকলে বেইমান বা স্বার্থপর হয়ে যায় না।
প্রত্যেক মানুষ পৃথিবীতে স্বতন্ত্র।