যন্ত্রণার কোন রঙ নেই
আকার, আকৃতি, ভর নেই
যন্ত্রণা কোন পদার্থ নয়।
দেখা যায়না, ছোঁয়া যায়না
স্থান-পাত্র নেই, তাপমাত্রা নেই
রাসয়নিক বিক্রিয়াও হয়না
যন্ত্রণার কোন এ্যাপলিকেশন
বা ইন্সষ্টল সফটওয়্যার নেই।
অথচ এক পৃথিবী পরিমাণ
চাপ নিয়ে অগ্লুৎপাতের দহন
পোড়া হৃদয়কে বারবার পোড়ায়।
ভুল কিংবা অনিচ্ছাকৃত ভুল
দুটোই যখন অপরাধ
অজুহাত ও অভিযোগ দিয়ে
দায়মুক্ত হবার চিন্তা অবান্তর।
প্রচেষ্টায় ব্যর্থতা অথবা হারানোয়
যন্ত্রণা অনুভূত হয়
নিঃস্ব এবং সঙ্গহীন।
প্রতীক্ষারও যন্ত্রণা আছে;
যন্ত্রণা উপেক্ষা করতে পারিনা,
একটা বক্ষে পাহাড় সম আঘাত
কিভাবে সহ্য করা যায় আর?
প্রত্যাহত, প্রতারিত হতে হতে
মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে।