তোমাকে না হারালে হারানোর মর্ম বুঝতাম না
হারানোর মধ্য দিয়েই কেবল স্মৃতিতে রেখেছি।
আগে আবেগ ছিলো- শুধু পাবার আগ্রহ ছিলো
না পাওয়াও যে প্রেমের বহিঃপ্রকাশ তা বুঝতে পারছি !
কেউ থাকেনা বলেই পথ নির্জন- পথচলা নিষিদ্ধ নয়।
স্পর্শ করবার অনুমতি না মিললেও হাঁটতে মানা নেই,
অতীতকে বর্তমানে টেনে হেঁটে চলি তব হৃদয় নগরীতে।
হাত ধরে চলা, দেখা করা কিংবা কথা বলাও যেখানে দুষ্কর
সেখানে স্মৃতির কল্পনায় হাতড়ানোই কেবল শেষ পরিণতি।