কবির প্রেমে
মেয়েরা পরেনা,
রূপজীবী-তরুণী
কেউ পরেনা-!


কবির প্রেমে পরে নারী
পরিপূর্ণ নারীত্ব যার;
মেয়ে হলেই
বিয়ে-সংসার-সন্তান
কিন্তু অপূর্ণ থেকে যায়-
প্রচণ্ড মায়া।
মায়া প্রেমের এক রূপ
শেষ শ্বাস অবধি;
যত্নে আগলে রাখার
দৃঢ় প্রত্যয়।


কবির প্রেমে
কেউ পরেনা,
কবিরা ভালোবাসতে
জানে বলেই-
সে ভালোবাসা ধারণ
করবার যোগ্যতা হবে ক'জনের?


কবিরা সততার প্রেমে পরে
প্রকৃত নারীরা পরে-
কবির প্রেমে!
কবিরা প্রকৃত নারীদের
করে বিনম্র সন্মান,
নারীরা বারংবার
কবির প্রেমে চিরন্তন-মুগ্ধতায়।