এই যে সমস্ত জীবন- তা মূহুর্ত মাত্র
নিমেষে চূর্ণ হয়ে যেতে পারে যত্রতত্র,
সেকেন্ডে পরিবর্তন হতে পারে
অন্তকরণের অভিসারে;
ভেঙে যেতে পারে দাম্ভিকতার দালান
দেয়াল ডিঙিয়েও থাকবে নিখাদ টান।


একটা মূহুর্ত- করে তোলে প্রচন্ড বিষন্ন
এই একটা মূহুর্তই তিলে তিলে গড়া উচ্ছাসে আসন্ন,
মানুষ বড়ই দূর্বল !
শরীরের সামান্য বিচ্যুতিতে হয়ে পড়ে অচল
অথচ মানুষের চোখে-মুখে ফুটে ওঠে
অমানুষের মতো ক্ষোভ-ঘৃণা-অহমিকা বিদঘুটে।


ক্ষমতার দাপট, সম্পর্ক বিচ্ছেদ, কাতরতা হিংসায়
এই মানুষের মাঝেই নিঃস্ব হবার যন্ত্রণা
একটা মূহুর্ত সে স্বস্থি চায়
খুঁজে ফেরে আকাঙ্খার প্রেরণা।


সীমাহীন অবাধ্যতা নিয়ে মানুষই কেবল
বেপরোয়া জীবন যাপনে উদগ্রীব
মূহুর্তেই সব শেষ হয়ে যায়- শুন্য হৃদিতল
আবার একটু প্রাপ্তিতেই স্বপ্রতিভ।


অন্তরের দম্ভ ভেঙে মৃত মানুষের মতো নীরবতায়
অসহায় রূপে থাকাতে
মূহুর্তের প্রতিদান বোঝাতে
জাগ্রত হবে মনুষ্যত্ব, ফুটে উঠবে মানুষ হবার পরিচয়।