পতিতার সমাজে পর্দাশীল নারী খুঁজি!
দুঃশ্চরিত্রা নারীকে তাই আইটেম-গার্ল বুঝি।
বিধবা রমণীকে সধবা বলি সোজাসোজি
অহংকারী তরুণীর মাঝে ভালোবাসা খুঁজি!
হে পৌরুষ! নারীত্বের নারী কোথা পাবে আর?
দেহের গঠনে নারী হয়েছে যে; নারীত্ব হয়নি তার।
প্রদর্শনের খেলায় মেতেছে সে, রূপচর্চায় একাকার
চলন-বচনে মনে হয়না নারী, দেখি পোশাক বাহার
নারী সে! নারীত্বের দাবি বেমানান বহুরূপীতার...।