হয় ফিরে আসো
নয়তো চিরতরে চলে যাও,
পরিস্থিতির দোহাই দিয়ে প্রতীক্ষার যন্ত্রণা বাড়ানোর কী প্রয়োজন?
হয় অনন্তকালের জন্য এসো
নয়তো প্রচন্ড বিরাগ নিয়ে দূরে চলে যাও-।
হয় সন্দেহ করে ভুলে যাও
নয়তো বিশ্বাসের দৃঢ়তা নিয়েই এসো,
কেবল নিজেকে সুখে রাখার বাসনায়
ভালোবাসার আবেগ দেখাইওনা;
ভালোবাসার প্রয়োজনেই শুধু  ভালোবাসিও।
চিরকাল থেকে যাওয়ার এবং
ভুল বুঝে চলে যাওয়ার দুটো বাহানাই বুঝি-
আচরণের কারণে সম্পর্কের মাত্রা পরিবর্তিত হতে পারে
তবে প্রকৃত ভালোবাসা থাকে ধ্রুব সত্যই-।
ভালোবাসা নির্দিষ্ট নয়
অনুতাপ-অভিযোগ-ক্ষোভ এসবও নির্দিষ্ট নয়,
শক্তির সংরক্ষণশীলতা নীতির মতোই আমরা ভালোবাসাকে পরিবর্তিত করি-
নিজেদের সাময়িক স্বার্থেই।


কয়েক বছরের সংসারও কখনো টিকেনা
অভ্যাস ও ভালোবাসাকে আলাদা করে দেখি-
হয় ভালোবেসে ছুটে আসো
নয়তো আমার প্রতি ঘৃণা ছড়িয়ে দাও পৃথিবী জুড়ে-।