ভেবেছিলাম, ছুটে আসবে তীব্র টানে
অফুরন্ত প্রেমে বাঁধিতে প্রাণে,
সাদামাটা সংসার পেতে
কাঁটিয়ে দিবে আমাতে।
যোগ্যতা আর দূরত্বের ব্যবধানে
ভালোবাসবার ক্ষমতা সহমরণে
অজুহাত, অহেতুক পার্থক্য দেখিয়ে
দূরে থাকলে প্রচন্ড দম্ভ নিয়ে।
কাছে আসার, পাশে থাকার
মিশে থাকতে অপরাপর
বেশী কিছুর পূর্ণতা লাগেনা
বিলাসিতার প্রাপ্তিতে প্রকৃত সুখ পাবেনা।


জানি, যতটা ভালোবাসবো
অসহায়ের মতো কাছে চাইবো,
দূরে যাবে অহমিকায়
নিজের স্বেচ্ছাচারীতায়।
ভেবেছিলাম, বারবার চেষ্টায়
হয়তো সহমর্মিতা দেখাবে-
ছুটে আসবে বিবেকের তাড়নায়
হৃদয়ের বাতায়ন খুলে দেবে !


আসবে না কখনও
অন্য কাউকে ভালোবেসে সুখ খুঁজবে-
ভালোবাসবো তখনও
দূরে থাকলেও ঘৃণায়,
এ হৃদিতলে ভালোবাসা রবে।
বালিশের ভাঁজে শত কান্না রেখে দেবো
কোনদিনও শুনতে পাবেনা
ভেতরের ইচ্ছেগুলো বন্দি রাখবো
কোন আবদার উপেক্ষিত থাকবেনা।
চোখের লবণাক্ত জলে সমুদ্র হবেনা
কষ্টের আর্তনাদগুলোও হবেনা বিরক্তির,
যাকে ভালোবাসো না
ভালো-মন্দে যায় আসেনা, দাম নেই তার অনুভূতির।
নিশ্চিত পাবোনা জেনেই
পাশে চলতে চেয়েছি,
বিরক্তির কারণ হয়ে দাঁড়াই
প্রতিবার অবহেলা পেয়েছি।
মনে রাখো বা না রাখো আমাকে
চিরকাল স্মৃতি আগলে রেখে
অজস্রবার অপলক দেখে
শেষ নিঃশ্বাস অবধি পাবার আগ্রহ তোমাকে।
বিশ্বাস করো বা না করো
এ ভালোবাসা শর্তহীন
বক্ষ ছিঁড়ে দেখানোও মূল্যহীন
যদি বুঝেও না বুঝো- ছদ্মবেশ ধরো !


ভুলে যাই বারবার
তোমাকে পাবার যোগ্যতা নেই আমার
ভুলে যাই বারবার
সমানে সমান হওয়াটা আবশ্যকতার।