অনেকক্ষণ অপলক চেয়েছি
চোখে চোখ রেখে বহুবার
হৃদয় থেকে কিছু কথা বলবার
প্রাণান্ত প্রচেষ্টা করেছি-।


নির্বাক সে চাহনি !
সাহস করে বোঝাতে পারিনি।


মুখের নেকাবে প্রজাপতি চিত্র
রূপে রূপবতী কি বিচিত্র !


দেখি যতবার মুগ্ধ হই ততবার
তবুও শেষ হয়না দেখার,


প্রকাশ করবো কিনা- দ্বিধা-সংশয়
ভালোবাসা তো দৃষ্টিতেই বুঝে নেয়া যায়।


দেখেছি, দুজনে পরস্পর
অথচ থামেনি আবেগের ঝড়।


প্রেমে পড়ে গেলেও
কখনো প্রকাশ করা হয়ে ওঠে না-।