বুলেট বিদ্ধ হওয়া মানুষগুলো মরে না
আঘাতের কারণে;
মরে তো অতিরিক্ত রক্তক্ষরণে-।
ঠিক হৃৎপিন্ডে বুলেট বিদ্ধ হয়েছে আমার !
গুলি খাওয়া মানুষদের মতো
রক্তক্ষরণ ঘটেই চলছে- বাড়ছে তীব্র যন্ত্রণা।
সার্জারী করেও যাতনা কমানো সম্ভব নয়,
যে আঘাতের তীর মানুষ নিক্ষেপ করে
পৃথিবীতে তার কোন ডাক্তার জন্মেনি।
কথা দিয়ে আঘাত করার মতো
বিষম ব্যথা আর কোথাও নেই,
বুলেট বিদ্ধ হওয়া মানুষগুলোর
চিকিৎসায় রক্তক্ষরণ থেমে যায়;
থামেনা শুধু কারো অপমানে-উপেক্ষায়
রক্তক্ষরণ বয়ে চলে যে ব্যথিত হৃদয়।