কোন একদিন জীবনের স্বাভাবিক নিয়মে তো
অন্যের হয়ে যাবে- সংসার হবে, সন্তানও হবে
স্বামী-স্ত্রীর নিয়ত মেলামেশার অভ্যাসগুলোকে
একটা সময় ভালোবাসা ভাবতে শুরু করবে-।
ধীরে ধীরে পুরনো স্মৃতিগুলোকে দুঃস্বপ্ন ভেবে
ইচ্ছে করে ভুলে থাকার ভান করে ভুলে থাকবে
রীতিমত সংসারের চাপ-দায়িত্ববোধে
আলাদা জীবন হয়ে যাবে তোমার।
তবুও দীর্ঘ অপেক্ষায় থাকবো-
শেষ হয়ে যাওয়া সম্পর্কের জন্য
অপেক্ষা করাই যে আমার স্বস্তি।
ভুলের কারণে হোক আর নিয়তির কারণে হোক
দুজন দু’প্রান্তে যেন বিপরীত মেরুর টানে রয়েছি,
একে-অপরের কাছে থাকার আকাঙ্খা গুলো
চিরকাল আকাঙ্খাই হয়ে থাকবে-।