যাকে জেদ করে দূরে রাখি
ছলনায় দেই ফাঁকি,
সেই ভালোবাসে
তার চোখেমুখে নিদারুণ আকুতি ভাসে।


যার আগলে রাখার যত্নেই
অকারণে বিরক্ত হই
তার দায়িত্বশীলতাকে
এড়িয়ে যাই এক পলকে।


প্রাণে বাঁধিবার মতো ভালোবাসা
তুচ্ছ করে ফেলি সহসা
ভুল মানুষের তরে
বিলাসিতার সুখ খুঁজে মরে।


যেথায় মিলবে সন্মান
সেথায় করিনা অন্বেষণ;
মোহের তাপে চোখ রঙিন
প্রকৃত মানুষকে করি অপমান।


না পাওয়ায় বক্ষের উত্তাপে
দাহ্যবস্তু হলো- অবহেলা অভিশাপে
অক্সিজেনের মতো একতরফা প্রেম ঢেলে
পুড়িয়ে করে ছাই- পরিণামে নিজেকে জ্বেলে।


সেই ভালোবাসে
যার প্রতি ভালোবাসবার ইচ্ছেটা নেই,
সেই ভালোবাসে
যাকে শত অপমানের পরও
ব্যকুল দেখতে পাই।