আসবে না !
আপাতত অভিনয় করো
নিজের মনকে অন্তত স্বান্তনা দেই।
প্রেম না করো, দেখা না করো
অন্তত বন্ধুত্ব রাখো।


মানলাম, যে মানুষটা তোমার
অতি আপন ছিলাম;
যে তুমি একমাত্র আমারই ছিলে !
সে মানুষটা আজ দূরের
বন্ধু হবার যোগ্যতাও নাই বুঝি !
তোমাকে বেশী ভালোবাসার কারণে
আজ দূরে এবং একা হয়েছি।


কাউকে বেশী ভালোবাসলে
বিধাতা তাকে ছাড়াই
দিব্যি বাঁচিয়ে রাখে;
হয়তো সেভাবেই আছি।


চাইলেই নিজের ইচ্ছায় যেমন
সবকিছু হয়না,
পেছনের অনুগত সব আবেগ
হারিয়ে যায় নিয়তির নির্মমতায়।


অভিমান করলে খামখেয়ালিতেই
তাও কোন প্রকার দোষ দিচ্ছি না।


যা ভালো মনে করেছো
তাই করেছো-
তোমার ওপর কোন অধিকার
আসক্তি, অভিযোগ নেই।
চলে যাওয়াতে
তোমার ত্রুটিগুলোর চর্চাও করিনা।


তোমাকে ভালোবেসেছি
দীর্ঘ অভিমানের জন্য নয়
এবং তোমাকে ভুলে থাকার জন্যও নয়।


আজ হয়তো তোমার যোগ্যতায়
ভালো কাউকে পেয়ে যাবে;
সুন্দরীদের যেমন পুরুষের অভাব হয়না।
জেনে রাখো, শত পুরুষের মাঝে
প্রেমিক পুরুষ নিয়তির ব্যাপারই।
অনেক পুরুষ পাবে
হৃদ্যতার প্রেম পাবেনা।
জানি, তাও ফিরবে না !
প্রকৃতি বদলায়, মেয়েরা বদলায় না।


যে সম্পর্ক একবার ভেঙে যায়
তা আর কখনো বিশ্বস্ত হয়না।


তারপরও অন্তত মাঝে মাঝে
স্মরণ করিও; অনিচ্ছা সত্ত্বেও
কৃতজ্ঞতার চিত্তে অনুভব করিও।