অন্য কারো মতো আমি না,
যেমনটা ভেবে ভালোবাসতে এসেছো।
যেসব গুণ বা ব্যক্তিত্ব তোমাকে মুগ্ধ করে
তেমনটা নাও হতে পারি !
তবে কি তখনও ভালোবাসবে?
পুরোপুরি ভাবে কারো সাথে মিল নেই;
কারো সাথে কারো মিল হয়না।
আমি আমার মতো-
পৃথিবীতে সকল মানুষ আলাদা আলাদা,
একজনের ওপর নির্ভর করে
সকলকে বিবেচনা করা যায় না।
কেউ প্রতারণা করলে
সকলকে প্রতারক ভাবতে নেই,
কেউ নিঃস্ব করে গেলে
অন্য কেউ পূর্ণতা নিয়ে আসতেই পারে।
হারানোর বিচ্ছেদে সকলে সর্বহারা হলেও
আমি বিচ্ছেদকে পুষে খাঁটি স্বর্ণ হয়ে যাই।