মানুষকে মানুষ ভাবাটাই বড় ভুল?
বড় ভুল নিজের চেয়ে কাউকে ভালোবাসার !
মানুষের আবেগ আছে, অনুভূতি আছে
সম্পর্কের মায়ায় মানুষই তো বেশী কাঁদে-।


মানুষ হিসেবে মাঝে মাঝে
শুন্যতা অনুভব করি- একাকিত্বে কাঁদি,
অবহেলা-অবজ্ঞায় একটা সময় মনে হয়
মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারলাম কই?


তোমাকে ভালোবাসা বোঝাতে গিয়ে
বোঝাতে পারিনি- হয়েছি অন্তসার শুন্য।


তোমার উপেক্ষাকে অপেক্ষা ভেবে
তোমার দূরত্বকে অভিমান ভেবে
নিজের বৃথা চেষ্টার অনুশোচনা করেও
উপলদ্ধির মায়া কমাতে পারিনি।


যত ভেবেছি, তোমার শুন্যতা
তত আগলে রাখার সতর্কতা বেড়েছে।
উচ্ছাস বেড়েছে কাছে পাওয়ার
অর্জন করেছি ভুলতে না পারার।


আত্মার যন্ত্রণায় একটা সময় মনে হয়
মানুষ হয়ে মানুষকে চিনতে পারলাম কই?
এতাকাল তোমাকে ভালোবেসে
তোমাকেই চিনতে পারলাম না !


সম্পর্ক ছিন্ন করে যাওয়াটা সহজ,
সহজ নয় আজিবন মানিয়ে নেওয়ার।
আমিতো মানিয়ে নিয়েছি-
গুরুত্ব দিয়েছি সকল আবদার।


সামান্য কারণে চলে যাওয়াটা
কোন সমাধান নয়,
মিথ্যে অজুহাতে বিস্তর পার্থক্য
আর বিভেদের দেয়াল তুলে নিষ্কৃতি হয়না।


বিবেকের কাছে থেকে যাবে
চিরকাল প্রশ্নবিদ্ধ
যদি মানুষ হও- মনুষ্যত্ব থাকে
ফিরে আসাটা আকাঙ্খাই থাকুক।


দুচোখে প্রচন্ড আকুতি দেখেছি
মায়া দেখেছি- চোখের জল দেখেছি !
আজ তার কিছুই নেই
যেন আয়নার সামনে নিজের প্রতিরূপই অচেনা !
নারীর চোখের জলের কারণ বুঝতে
পুরুষরা চিরকালই প্রত্যাহত-আশাহত।


এতাকিছুর পর আর তোমাকে
মানুষ ভাবতে পারিনা !
নিজেকে মূল্যহীন করে
মানুষ হয়ে তোমার ভেতরের মানুষকে পেলাম না।