হয়তো অনেকে আছে তোমার
রাগ-অভিমান ভাঙানোর,
হাত ছুঁয়ে দেওয়ার-
পাশে রেখে গল্প করার
তবে আমার কেউ নেই।
স্বার্থপরের মতো পারিনা
বিবেকের জানালাটা বদ্ধ করে
অবাধ যাপনের সুখ নিতে-।
অনেকে আমাকে কাছাকাছি চায়;
অনেকের ভালোলাগার মানুষ হলেও
শুধু তোমাকে চাই।
ডুপ্লেক্স বাসার ছাদে চন্দ্রবিলাস-জোছনার আলোয়
কখনো গোধূলির নিস্তব্ধতায়
কিংবা প্রভাতের হিম শীতলতায়
পড়ন্ত বিকেল- ব্যস্ততার মাঝেও
তোমার সঙ্গ কামনা করি,
রাত্রির নির্জনতাও তো কেবল তোমায় ভেবেই অতিক্রান্ত হয়-।
হয়তো অনেকে আছে তোমার
তবে আমার কেউ নেই।
যাকে ভেবে ভালোবেসেছি
তাকে ভুলবার ইচ্ছে ও ক্ষমতা কোনটাই আমার নেই,
হয়তো অনেকে আছে তোমার
তবে আমার কেউ নেই।
নিঃসন্দেহে ভালোবাসা গেলেও
নিঃস্বার্থের মতো তোমাকে বিসর্জন দেবার পাগলামি আমার নেই।
জোর করে হলেও আগলে রাখতে চাই
তোমার আমার মিল থাকুক বা না থাকুক
তোমাকেই চাই,
কাছে থাকলে ভালোবাসা বোঝানোর সুযোগ মিলতেই পারে।