সমুদ্র দেখতে গিয়েছিলে?
অথচ সমুদ্র আমার কাছেই ছিলো !
তিলে তিলে যাতনা পাওয়া হৃদয়
সমুদ্রের চেয়ে কম কিসে?
যেই তুমি আমার কাঁধে মাথা রেখে
অনেক স্বপ্ন বুনেছিলে-
জীবনের শেষ অবলম্বন ভেবেছিলে।
যে উদ্যম আর আবেগে প্রেম ছিলো
সেসব আজ ঘৃণায়-ক্ষেভে ফেটে পড়ছে।
সমুদ্র দেখার খুব সাধ ছিলো তোমার
পাহাড় দেখার, উড়ন্ত পাখির মতো
নিরুদ্দেশ ভ্রমণের-।
অথচ ভাগ্যের হেরফেরে চির অবাঞ্চিত
করে; বহুদূরে ফেলে গেলে?
নির্ভরতার নামে আরও এক কাঁধ পেয়েছো
নির্দ্ধিদায় আছড়ে পড়লে ঢেউয়ের মতো
তার বুকে !
অথচ স্মৃতির যন্ত্রণা নিয়ে নিয়মিত
অবজ্ঞা ও লাঞ্চনাগুলো বয়ে বেড়াই আমি।
নয়টি বছর কেটে গেলো-
ভুলেও জানতে চাওনি
আমি আদৌ আছি কিনা !
আজও তোমার অপেক্ষায় থেকে নাকি
নতুন কোন সংসার পেতে তোমার মতোই
অকৃতজ্ঞ বনে গিয়েছি?
সমুদ্র ভ্রমণের উচ্ছাসে আত্মহারা তুমি
ঢেউগুলো গ্রাস করে আমায়
স্মৃতিগুলোর সময়ে সময়ে হয় দহন।