আমরা খুব কাছে পেয়েই
কাছের মানুষ গুলোকে হারাই।
অতীতের মুহূর্তগুলো তুলে এনে
হারানো স্মৃতিগুলোর সন্ধানে
অন্তকরণকে করে ফেলি বেদনাদগ্ধ
পরিস্থিতিকে করি হতাশায় আবদ্ধ।
খুব কাছে আসা মানুষ গুলোই
আশায় রেখে নিরাশ করে সহসাই,
দিকভ্রান্তের মতো মরুভূমিতে পথ খুঁজি-
মরিচিকা দেখেও কখনো জল বুঝি-!


যাকে ভালোবাসি তার কাছে সুখ নেই
যে ভালোবাসে অবারিত সুখ তার কাছেই।


লোভ-ক্ষোভ-অভিমান বক্ষে ধারণ করে
আমরা ছুটে মরি ভুল মানুষের তরে-।