নীল রঙ্গা আকাশ, নদীতটে বসে
তুমি নীড়ের আশায় নীল প্রহরে,


নীলিমায় তুমি যাবে, আচ্ছা যাও তবে  
এসো আবার তুমি আকাশের তারা যেমন নিয়ম্য ফেরে,,

নিদ্রিত নিশিতে তুমি নিঃসঙ্গতায় না জেগে নিমীলিতলোচনে ঘুমোতে পারো না?
জানো?তোমার ঘুমে নিশিতের ওই নক্ষত্র গুলো পুলকিত হইতে পারতো।


নিশিভোরে বিধুর মতো দেবে কি নরম আলো?
যে আলোতে নিরানন্দ নিঃশেষিত হয়।


নীল জলে নীলকমলের মতো ফুটে যাও,
নিরেট হয়ে ফেরো তোমার আপন ধরায়।