অলস দুপুরে তুলির আঁচরে
খুজে ফেরে শিল্পী প্রাণের মোহে,
সময়কে ধরে রাখে শিল্পের ছোয়াতে
সময়টা থেমে আছে ইতিহাসের বইয়ে। ।


ব্ল্যাকহোলের তত্ত্বে,পৃথিবী সৃষ্টির আবিষ্কারে,
প্রথম মানুষ, নবী আদমের জন্মের পরে। ।
এগিয়েছে ধরণী, সময়ের চাকায় যাত্রা করে,
নূহ নবীর কিস্তির ন্যায় জলের প্রবল স্রোতে। ।


যেমনি রাইট ভ্রাতৃদয় সময়কে জয় করেছে গগনমূলকে,
মানুষ এর ভরসা ছিল যখন চাকা আর ঘোটকের পায়ে,
লক্ষ কোটি শিল্প সভ্যতা হারিয়ে গেছে সময়ের স্রোতে। ।


ক্যালেন্ডারের জন্ম হয়ে ছিল রাখতে ধরে মায়ান সভ্যতাকে,
স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলার অবাক করা নিখুত গঠনে,
মিশরীয় সভ্যতা দাড়িয়ে আছে মাথা উঁচু করে অষ্টম আশ্চর্য হয়ে,
ফারাওদের মমি করে রেখে দিত পূর্ণ করে ধন আর দৌলতে,
মূসা নবীর সেই যুগে ফেরাউন সলিলসমাধি হয়েছিল নীলনদে,
পিরামিড জন্মের ইতিহাস হারিয়ে গেছে যুগেযুগে সময়ের সাথে। ।


সময়ের বিবর্তনে, হারিয়েছে সময় বেঁচে আছে তা শিল্প হয়ে,
অনিবার্য মৃত্যুর কোলে, ঘুমিয়ে যায় প্রাণ সভ্যতার সূর্যাস্তে,
বেঁচে থাকে শিল্প, বেঁচে থাকে কর্ম শুধু বিনাশ ঘটে প্রানের,
শিল্পকে অধর্ম ভেবে, বিনাশ হচ্ছে ধরণীর বুকে প্রস্ফুটিত প্রেমের। ।


চর্চা হক সুস্থ শিল্পের ভুলে সব ভেদাভেদ
সদ্যজন্ম শিশুর ন্যায় নিস্পাপ প্রেমের,
বেঁচে থাকুক পৃথিবী হয়ে সাম্যের অভেদ
ভেজা শিশির অপেক্ষমাণ উদিত সূর্যের। ।