তোমার হারিয়ে যাওয়া দেখেছি
আমার অন্তর দৃষ্টি দিয়ে
বয়ে যাওয়া তটিনীরর মত করে
নিঃশব্দে, নীরবে নিভূতে।


আমিতো দুর্নিমিত্ত পরভাগ্যোপজীবী ভৌমগ্রহ
সময়ের সংস্পর্শে তা আজ পরিপক্ব।
নির্জন নিশিতে যখন দূরের আলোকবর্তিকা চোখে এসে পড়ে,
সালোকসংশ্লেষণের মত করে বাচতে ইচ্ছে করে উদ্ভিদ চারা হয়ে।


চৈত্রের খরতাপে, কাল বৈশাখীর ঘুর্ণি বায়ুতে
বাচতে দিবেনা এত অভিলাষের বিটপীকে
উৎপাটনের ঘনঘটা চলছে চিরচেনা মর্ত্যলোকে।


মেঘের মত জমাট বেধে আছে কষ্ট গুলো কৃষ্ণবর্ণ হয়ে,
তীব্র যন্ত্রনা কলুষিত করে ডাকছে আমায় পঞ্চত্বপ্রাপ্তি হয়ে।


ইতিহাসের হেটে আসা পথ ধরে হারিয়েছি নিজস্বতা
থমকে গেছে সময়, আর আহত হয়ে পড়ে আছে সভ্যতা।


এক একটি জীবন নিজের মধ্যে কিভাবে নিজেই ঘটায় বিনাশ,
তা সকলের নিকট অজানা এক গভীর দীর্ঘশ্বাস।।