স্তব্ধ নিশীথে রবের সমুখে
নামাজে দাঁড়িয়ে আমি,
খুঁজেছি আবেগে পেয়েছি তোমাকে
তুমিই অন্তর্যামী।


ওগো রহমান তুমি সুমহান
তুমি মোর প্রিয় রব,
হৃদয় তন্ত্রে তোমার মন্ত্রে
সুমধুর কলরব।


শত অনুরাগে শত অনুতাপে
পাপের পাহাড় বয়ে,
চেয়েছি তোমার করুণা অপার
পাপগুলি দাও ধুয়ে।


আকুল হৃদয়ে দুচোখ ভাসিয়ে
কেটে যায় কতো ক্ষণ,
সীমাহীন পাপে অন্তর কাঁপে
শঙ্কিত তনু মন।


দুরু দুরু বুকে পাপ-তাপ-শোকে
সংশয় সঙ্কোচে,
আশা নিরাশায় দেহ-মন ছায়
গুনাহ যাবে কি ঘুচে?


তোমায় যপেছি নিজেকে সঁপেছি
অবনত সিজদায়,
রিক্ত হৃদয় সিক্ত হয়েছে
অফুরান করুণায়।


তোমার স্মরণে তোমার বরণে
থাকি আমি অবিচল,
মহাকাল ধরে যেন ঝরে পড়ে
দুচোখের নোনা জল।


শিহরণ জাগে অন্তর বাগে
স্বর্গীয় অনুভূতি,
দাও মোরে দিশা মর্মের তৃষা
দূর কর ভুল-ত্রুটি।


শুদ্ধ করেছে শুভ্র পরশে
স্বর্গীয় এ সালাত,
হৃদয় গহীনে চাই কায়মনে
যদি না ফুরাতো রাত!!


এমন সালাতে আল্লাহ্র সাথে
গড়ে উঠে বন্ধন,
ধুয়ে পাপ যত হয় অবিরত
রহমত বর্ষণ।


২১/৮/১৫
শহিদ সোহরাওয়ার্দী ছাত্রাবাস,  চট্টগ্রাম কলেজ।