সেই ছোট্টবেলার সোনালী দিনগুলো আর কি আসবে !
সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে টইটই করে ঘোরাঘুরি
কিংবা ডাংগুলী খেলা কিংবা গোল্লাছুট
কিংবা স্নানে নেমে ঘন্টার পর ঘন্টা ডুবসাঁতার ,
কিংবা নদীর উঁচু পাড় থেকে লাফ দেওয়া
কিংবা নদীর বালুচরে বসে বসে ভাস্কর্য নির্মান ,
মনে পড়লে জল এসে ভিড় করে দুচোখের কোণে
সেই মধুর দিনগুলো হারিয়ে গেল।


পাশের বাড়ির মেয়েটির সাথে জামাই বউ খেলা
কিংবা ঝগড়া শেষে কামড় দিয়ে দৌড়
জীবনের কি অবাধ স্বাধীনতা শৈশবের দিনগুলোগুলোতে !
চিন্তাভাবনাহীন নাদুসনুদুস জীবন
যেখানে ছিল রংধনু সাতরঙ্গের ছড়াছড়ি
সাদাকালো আর রঙ্গিন স্বপ্নের উড়াউড়ি ,
আহা !সেই দিনগুলোতে যদি ফিরে যাওয়া যেত ।


যুগের পর যুগ চলে যায়
শৈশবস্মৃতি মুছে যায় না
অম্লান আর অক্ষয় হয়ে থাকে মনের অতলে
আহা !কি হীরের টুকরো ছিল শৈশবের দিনগুলো ।