জীবনের সুবর্ণ অধ্যায়গুলো কথা বলে শাতিল গঙ্গায়
একদিন চারাগাছ বড় হবে ঠিক
ফলেফুলে সুশোভিত হবে
ভরত পাখির গানে মুখরিত হবে এই অপয়া পৃথিবী
লিখে রাখো অঙ্গীকার সাহসী কলম।


লাশের পাহাড় দিয়ে একদল সতেজ জোয়ান
রাখতে চায় স্বাধীনতা
রাখতে চায় স্বদেশের নিহত সম্মান
রক্ত দিয়ে লিখে যায় - বার বার লিখে
আমানত শাহের নাম.................
শাহ জালাল নিসার আলী তোমাদের নাম......
প্রতিটি রক্তকণা ড্রাগনের দাঁত
অজস্র জীবন্ত প্রাণ জন্ম দেয় মুহূর্তে মুহূর্তে।


পৃথিবীর দীর্ঘশ্বাস ঢেউ তুলে পতেঙ্গা বন্দরে
অযুত কোরবানী বুকে সুনীল সাগর আজো জীবন্ত উদ্দাম
আহত আত্মার মুখে বিশ্বাসের গান
আমাকে দিয়েছে এক অগ্নিঝরা অঙ্গীকার
চট্টলার সমুদ্র সৈকত
বাকলিয়া........ আল-করন.......... শুলক বহর