খোলা আকাশের নিচে আমার একলা নির্ঘুম রাত
নিঃসঙ্গ ট্রেনলাইন ধরে যতো দূর যাই
মেঘ চিরে জেগে থাকা চাঁদ আর কিছু অচেনা নক্ষত্র
এছাড়া আমার দুঃখ দেখার কেউ নাই।
আকাশ আমাকে ত্যাগ করেছে, ত্যাগ করছে জমিন
মাঝখানের মহান শুন্যের কাছেই আমার যতো ঋণ।
তারপর আবছা ভোর আসে
ঘাড়ে চেপে বসা ভয়েরা আঁধারের সাথে ধুয়ে যায়।


অপরিচিত কোনো বৃদ্ধ মুয়াজ্জিন ঘুমভাঙা কন্ঠে
গেয়ে ওঠে মিনারের গান, ফজরের আজান।
হৃদয় আর্তনাদ করে কেদে ওঠে , মন হয়ে যায় লেকের জলের মতো টলটলা।
মনে হয়,
যেন আকাশ থেকেই ডাকছে কেউ হাইয়্যা আ'লাল ফালাহ'।