আমি নিঃশ্বাসের মতো তোমার স্পর্শে
অভ্যস্ত থাকতে চাই আরও চারটি জন্মে।
তারপর তুমি চলে যেও, আমার জন্ম শেষে।
পরকালের মত অসীম কোনো জীবনেও যদি
মৃত্যু আসে! শেষ নিঃশ্বাসটা তুমিই থেকো।
লুকোচুরি খেলায় অনিচ্ছায় অপেক্ষার মতো
আমার লুকিয়ে থাকার প্রতিটি মুহুর্তের ভয় হয়ে যাও
পূর্ণিমার ভরা চাঁদ হয়ে, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাও
ভুল হয়েই থাকো কিংবা ঠিক, হও সাথে চলা দুরন্ত পথিক
শুধু এই জন্ম গুলোর সার হয়ে থাকো।
এভাবেই দূরে থেকে, বাকিটা জীবন আমাকে
তোমার স্পর্শে অভ্যস্ত রাখো।