ইশ্বর যদি আমায় কিছুটা সময় দিতেন
আমি হিমালয় থেকে তুষারকুচির ঢের জমাতাম এই উঠোনে
ফানুস হয়ে আলোর মেলা রচিয়ে দিতাম দূর গগনে
কাঠালতলার দুর্বা ঘাসে ভোরের শিশির বিন্দু হতাম
কিংবা চাঁদের আলোয় মিশে পৃথিবীটাই রাঙিয়ে দিতাম।
হাসি মুখের মিছিল হতো দাবানলের ভস্ম মেখে
মানুষ আবার মানুষ হতো মানব মুখোশ ছুড়ে রেখে


ইশ্বর যদি আমায় কিছুটা সময় দিতেন
আমি নিজের মতো বর্নমালায় নতুন কিছু বর্ন দিতাম
ধূলিকণায় সওয়ার হয়ে মেঘরাজাদের কদম ছুতাম
আমার ঘরের টিনের চালে রাত জাগা দের সভা হতো
তারার বনে লুকিয়ে যেতাম মহাশূন্যের কালোর মতো
শনিবারে হাটের দিনে ছাউনি তোলা দোকান খুলে
ভাগায় ভাগায় স্বপ্ন লুটাতাম নামমাত্র মুল্য তুলে


ইশ্বর যদি আমায় কিছুটা সময় দিতেন
আমি শুন্যের দাগে ভিন্ন কোনো অঙ্ক বসাতাম সংখ্যারেখায়
সম্ভব হলে সবুজ হতাম শৈবাল নয়তো আকাশমণির পাতায় পাতায়
গভীর রাতে একলা পথে ল্যাম্পপোস্টদের গান শোনাতাম
জোছনা দেখে জলের ছায়ায় মাছের মতো সাতার দিতাম
আয়োজন করে মৃত্যুর জল বেধম খেতাম
যদি আরেকটিবার, শুধু আরেকটিবার জন্ম নেওয়ার সুযোগ পেতাম।