যেথায় আছে পদ্ম,
সেথায় হবো না মোরা দগ্ধ ।


যেথায় ছিলো দাতার প্রনয়তা,
সেথায়  আজ দাম্ভিকতা,
এ যে ছিলো না কথা।


কোথায় আজ সেই অঙ্গীকার,
শুনি না কি রাতের সেই চিৎকার,
কখন ও করিনি যে তোমাদের ধিক্কার।


কোথায় আজ সূর্যের উদয়তা,
খুঁজে পাই না যে সেই উপকথা,
ধ্বংস করেছে আমাদিগের বাস্তবতা।


সমাপ্ত হোক সকল অস্তি,
পৃথিবীতে ফিরে আসুক স্বস্তি,
নতুন ভাবে তৈরি হবে আবার দোস্তি।