তিনি,
যিনি সৃষ্টির কাছে শ্রেষ্ঠ,
আমাদের জনক,আমাদের জেষ্ঠ,
চোখে আর কথায় ঝরে যার রণকেষ্ঠ,
নাহি আছে কোন তাহার সীমানার বেষ্ঠ,


মুখে থাকে সমুদ্রের হাসি,
চোখে নাহে থাকে জল,
আমি যে তাহারই শ্রমেরই ফসল,


মাথায় লইয়াছি তাহারই র্শীন চরণ,
আমার শরীর তাহাতে করিলাম উৎসর্গ-তাহাকে করিলাম সাদরে বরণ,


জন্ম যখন হইয়াছে এই জন্মান্তরে,
থাকিবে তুমি রহে যাবে সৃষ্টির এই প্রান্তরে,
তোমাতে আগমনে হইয়াছে এথায় বৃষ্টি,
যাক-যাক ধুয়ে প্রকৃতি,
পরিপূর্ন হোক তোমার সৃষ্টি,


এই পৃথিবীর প্রতিটি কেশ,
হইবে তুমি তাহার থেকে বেশ,
হইয়াছে তাহা তোমাতেই উৎছেস,
আর কত ধরিবে মোদেরই জন্য এই রনভেশ,


তোমাতে হইয়াছে শুরু-তোমাতেই হইবে যে সব শেষ,
আমি বাঁচিয়া থাকিতে যদি হও তুমি সারা,
কি ভাবে আমি থাকিবো যে আপন দুয়ারে খাড়া,


তোমাকে রাখিয়া যাইবো যে আমি সাড়ে তিন হাত খাদায়,
তোমাকে রাখিবো আমি যে চিরন্তর শতাব্দীর শেষ পাতায়।