কোথায়,
কোথায় সেই জননী,
জন্ম দিয়া পূ্র্ন করিয়াছে ধারণি,
শূন্য করিয়াছে গর্ভ,
ধন্য করিয়াছে মর্ম,
সর্বত্র স্রষ্টারই জন্য,


করি বেড়িয়া আছি ভ্রান্তি,
পৃথিবী হইয়াছে আজ ক্লান্তি,
মনুষ্যের মাঝে নেই শান্তি,


জন্মদিয়া হারিয়ে গেছে জননী,
খুঁজিয়া পাই না যে তাহারে কখনি,


ধ্বংস করিয়াছে নিজেকে,
হীনমূল্যে বিক্রি করিয়াছে দেহকে,
ছাপ পড়িয়াছে আজ তাহাতে,


শূন্য হতে পূর্ন হইয়াছি যাহাতে,
ইহার ধুলার চরন লইয়াছি মাথাতে,


যাহার চরনের নিছে আছে স্বর্গ,
কত বড় হইতে পারে ইহার বর্গ,


যাহার হাতে দেখিয়াছি এই পৃথিবী,
চোখে দেখিয়াছি আশা,
তিনিই আমার জননী,
তিনিই আমার প্রথম ভালোবাসা।