হে মানব,
কোথায় রাখিয়াছ দৃষ্টি,
দেখনা এই অঝোর বৃষ্টি,
যিনি করিয়াছে তোমাদের সৃষ্টি।


হে মানব,
কে তুমি,
ছোট বড় করিবার প্রভেদ,
চলবে না,
চলবে না এই ভেদা ভেদ।


হে মানব,
গর্দান ঠেকাও অদৃশ্য চরণে,
বরন করিবে তোমায় মরণে,


হে মানব,
কেন দিয়াছে তোমাকে সত্তা,
ভুলিয়া গেছ কি এই তত্তা।


হে মানব,
সৃষ্টি হইয়াছো তুমি গোলাম রূপে,
থাক কেন ভিন্ন রূপে,
ফিরে আস তোমার আপন রূপে।


হে মানব,
যদি থাক এখনো নিদ্রায়,
ধ্বংস,ধ্বংস হবে তুমি এই যাত্রায়,
থাকবে না আর কোন মাত্রায়,


হে মানব,
কোথায় তুমি,
শুনিয়া ও কি না শুনার ভান কর আযানের ধ্বনি,
হে পূজারি ঘুমিয়ে আছ কত বছর ধরি,
ভুলিয়া গেছ কি তাহার তরবারি,
তিনিই বিধান লেখক,
তিনিই জীবন দান কারি।


হে মানব,
স্মরন রাখিয়াছ শেষ পরিনতি,
নাশ হবে তোমার জীবন তরী।