উজ্জল তেজে ভরা সূর্য আজ স্পন্দিত করিয়াছেন গগন প্রান্ত,
দর্শন যে নাহি সহিয়াছ,
লুন্ঠন করিয়াছ জগত-সংসার,
বিভ্রান্ত প্রত্যক্ষ আসক্তির ঝঙ্কার,
অয়ন এ অদ্য পতন ঘটে সভ্যতা কয় রং কার,
অখিল অদ্য ক্ষয়ের গতি,
মুক্তি পত্র নাহি দিয়াই ছুটিয়া ধাবিত হইয়াছে অস্তির প্রতি,
এখন মোরা কি যে করি,
মৃত্তিকা যে আমাদিকের প্রজ্জ্বল রবি,
আপন হস্তে ধাবিয়াছি-মরিয়াছি নিজেই নিজের আকাঙ্ক্ষার যুক্তির প্রতি,
অস্তিত্ব নহে যে আয়ুর রশ্মি,
সত্তাই করিয়াছে আপন দ্বারা ভর্ষি,
অবচিত সত্যতা অদ্য হইয়াছে-ফেয়াউনের ধারনার প্রবণতা,
কোথায় অদ্য নরত্বতা,
খুজিয়া নাহি পাই কোন তত্ত্বতা।