তোমাকে দেখিয়াছি সেই কবে,
আর কি দেখা নাহি হবে এই ভবে,
তবে যে তোমার চিহ্ন রয়ে যাবে,
তোমাকে দেখিয়াছি বলেই,
আমি বাংলা-কে আজ চিনিয়াছি,
শুনিয়াছি পক্ষীর কলরব-সিন্ধুর হাঁসি-মানুষের উল্লাস-হাহাকার করিতে পারিয়াছি ভাগাভাগি,
তোমার নিবেদিত কল্পনা শক্তি,
আমায় দিয়াছে অনাগত দৃষ্টি,
বাংলার এই রূপ যে তোমাতেই সৃষ্টি,
আমি যে তোমাতেই পরিপূর্ণ,
বাকি সবিতে হইযে ধ্বংস-আর শূন্য,
বাংলাতে আজ চমকাইতেছে উজ্জ্বল বর্ণ,
আমি স্বাধীনতা বুঝি না,
আমি বুঝিয়াছি তোমাকে,
চূড়ায় উঠিয়া বাংলাকে করবো আরো প্রজ্বল সবিতে।