গাঁও গ্রামের মানুষ আমি
গাঁও গ্রামে থাকি।
গাঁও গ্রামের মাটির সাথে
আমার মাখা মাখি ।
হিমেল হওয়ার বাতাস ভরা
শব্দ দূষণ নাহি ।
গাঁও গ্রামের ভাষায় আমি মনের কথা বলি ।
মেঠো পথের উপর দিয়ে যখন হেটে চলি
মনের সুখে গান গেয়ে যাই ,
শীতল হাওয়ার মাঝে ।
কিচিরমিচির পাখির আওয়াজ
কতই ভাল লাগে ,
ছোট ছোট খুকু মনি
খেলে হেসে হেসে ।