ঈশ্বরের ধ্যানের ফাঁকে লুকায়ে স্বর্গ পড়িল
নদীর ধারে স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে
চিমটি দিয়ে তুলে নিলে কবি
প্রেম ছিল না ট্র্যাজেডি?
পৃথিবী রূপ ধরে ইডেনে
শুদ্ধ দৃষ্টিতে তৃপ্ত হয়ে হরিণি
চোখের কার্নিশে সেজেছিল শব্দগুচ্ছ
প্রাচুর্যের যুদ্ধে চাপা পড়ে হৃদয়ের মধ্যপ্রাচ্য।
দারুন একাকীত্ব ব্যাধিতে ভুগেছিলে হাফিজ
পুঁজি করে স্রষ্টা হলে রেখে গেলে অজস্র
কবিতা সহজ, সরল, উন্মুক্ত
দুঃখ আভিজাত্যে আবদ্ধ।
তবে জানতে চেয়েছি খুব,
হেলাল কি ওপারে হেলেনের?
হয়ত কেউ কারো দেখা পাননি এখনো
জানি ঈশ্বর ভালোবাসার দায় নেননি কখনো।