পিউর হানি চিনলে না,
আলকাতরা মনে করলে!
অথচ পোড়া তেল খেলে;
গায়ে মাখলে।

সূর্যমুখী দেখলে না,
সুভাসহীন মনে করলে!
ক্ষুদ্র ডেইজির গন্ধ নিলে;
ফেলে দিলে।

সাদা কাগজে খুঁজলে না,
নিষ্প্রাণ মনে করলে!
রঙিন ডিসপ্লে দেখতে পেলে;
ডিলিট করলে।

চোখের আলো মানলে না,
অন্ধ মনে করলে!
ইঙ্গিত বুঝে নিলে;
শুদ্ধতা খোয়ালে।

বোকা তুমি বুঝলে না,
চতুর মনে করলে!
অথচ ধূর্ত বেছে নিলে;
মহাবিশ্ব হারালে।