বছর দশেক নেই কথা নেই,
বছর দুয়েক হয়নি দেখাও |
দিন কেটে যায় অবসাদে -
ব্যস্ত মানুষ, কেমন আছো?


তোমায় আবার সঙ্গে পেলে,
লাফিয়ে পেরোই পাহাড় নদী |
বেরিয়ে আসি তরাই-ডুয়ার্স |
ব্যস্ত মানুষ, যাবে নাকি?


কাজ তো অনেক করলে ভায়া
কাজের থেকে অকাজ বেশি
এমন করে নষ্ট সময়-
ব্যস্ত মানুষ, পেলেটা কি?


ঘাড়ে মাথায় পড়ছে মুগুর,
সংসারেরই জাঁতাকলে |
লটকে পায়ে শিকল বেড়ি |
ব্যস্ত মানুষ, কোথায় তুমি?


তবু, দরজা আমার রইলো খোলা-
পূব, দখিনে খেলছে আলো |
ব্যস্ত মানুষ এলে তুমি,
নিশ্চিন্তে বেরিয়ে পড়ি|