হাঁটি হাঁটি, পা, পা|
একটা একটা দিন করে, যৌবন-
চলে যাচ্ছে|
যে ঘুম ভাঙ্গা স্বপ্নময় চোখে,
কৈশোর থেকে উঠে
বসন্তে রেখেছিলাম পা,
সেই চোখ দুঃস্বপ্নে জেগে থাকে|
খর ক্লান্ত হয়ে,
দেখে চলে শনৈ শনৈ পদক্ষেপ-
সময়ের| মৃত্যুচিন্তা সাথে করে|
স্নেহ-মমতা-ভালবাসা-বন্ধুত্ব,
এর কিছুতে লেগেছে পাকা রং-
বেশিটাই ফিকে|
যে নাটকে আমরা কুশীলব,
সেইটা যেন ইচ্ছে করে,
বেয়াড়া রকমের বিয়োগান্তক লেখা!
তাতে আর আসবেনা বিপ্লব|
কিছু না বদলালেও,
অন্তত একবার কৈশোরের স্বপ্নগুলোকে
খুঁজে বের করতে হবে!
মৃত তারাদের গা থেকে
ভেঙ্গে যাওয়া ধুলো দিয়ে তৈরী আমরা|
হারাবার আর কি বা আছে?
এর মাঝে যদি,
কাগজের মলাট দেওয়া,
চটুল উপন্যাসের বিবর্ণ পাতা থেকে,
ঝরে পড়ে আমাদের জীবন-
ক্ষতি কি?